4:16 pm , February 17, 2025

চরফ্যাশন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাশন উপজেলার ১৮৬ নং চর আইচা ৮নং ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বেগম ৬ মাস ধরে লাপাত্তা। বিদ্যালয়ে না আসলেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিত তিনি। পাচ্ছেন বেতন-ভাতাও। স্কুলে না আসলেও অদৃশ্যভাবে চলছে হাজিরা খাতায় স্বাক্ষর। এ নিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাযায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন রাবেয়া বেগম। তার স্বামী আবদুল মান্নান জাতীয় পার্টির সাবেক উপজেলা সভাপতি এবং একই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। এ কারণে বিগত সময়ে আওয়ামী লীগ নেতাদের বলয়ে থেকে সরকারি চাকরির পাশাপাশি করেছেন রাজনীতিও। স্বামী-স্ত্রী মিলে ওই এলাকায় প্রভাব খাটিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। সরকার পরিবর্তন হলে পালিয়ে যান। অথচ হাজিরা খাতায় তিনি উপস্থিত।ৎ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হোসেন বলেন, প্রধান শিক্ষক রাবেয়া বেগমসহ ৪ জন শিক্ষক কর্মরত আছেন। ৫ আষ্টের পর প্রধান শিক্ষক একমাসের ছুটি নিয়ে বিদ্যালয় ছাড়েন । এরপর মাঝেমধ্যে তিনি মোবাইল ফোনে যোগাযোগ করেছেন। কিন্তু তিনি কোথায় আছেন এবং কবে নাগাদ স্কুলে ফিরবেন এ বিষয়ে জানিনা।
বিদ্যালয়ের জমিদাতা আবদুল হাকিম মোল্লা বলেন, প্রধান শিক্ষক রাবেয়ার স্বামী ক্ষমতার প্রভাব খাটিয়ে বহুবছর ধরে ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। স্ত্রী প্রধানশিক্ষক আর স্বামী ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় লুটপাট করেছেন বরাদ্দের লাখ লাখ টাকা।
প্রধান শিক্ষক রাবেয়া বেগম বলেন, আমি অসুস্থ থাকায় ছুটিতে আছি।
সহকারী শিক্ষা অফিসার শাহাদাত হোসেন বলেন, প্রথমে তিনি অসুস্থজনিত কারনে একমাসের ছুটি নেন। পরে ওই বিদ্যালয় পরিদর্শনে গিয়ে জানতে পারি তিনি কয়েকমাস ধরে অনুপস্থিত। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন বলেন, অনুপস্থিতির কারণ জানতে চেয়ে নোটিশ দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।