১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ইন্তেকাল ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ইন্তেকাল - ajkerparibartan.com
১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ইন্তেকাল

4:13 pm , February 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর মজিবর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৬৬ বছর। সোমবার ভোর সাড়ে ৪টায় ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর মুসলিম গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মজিবর রহমান ১১ নং ওয়ার্ডে ৩ বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT