নলছিটিতে সড়ক উম্মুক্ত ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন নলছিটিতে সড়ক উম্মুক্ত ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন - ajkerparibartan.com
নলছিটিতে সড়ক উম্মুক্ত ও লাশ দাহ করার স্থান স্থানান্তরের দাবিতে মানববন্ধন

4:10 pm , February 17, 2025

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটি পৌরসভার পেছনে আটকে রাখা সড়ক উম্মুক্ত করার দাবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের লাশ দাহ করার স্থান শহরের ভিতর থেকে নির্জন স্থানে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার সকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,পুরানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন। এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নাসিম হোসেন, আইনজীবী রেজা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলামি ছাত্র আন্দোলনের পৌর সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান, নাঈম তালুকদার, শিক্ষার্থী সাইফুল ইসলাম,স্থানীয় সমাজকর্মী বালী তূর্য্য। বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই শ্মশানের গেটটি তাদের সীমানায় নির্মানের দাবি জানান এবং নতুন গেট নির্মানে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
রাস্তাটি নলছিটি পৌরসভার নামে রেকর্ডভুক্ত জমিতে নির্মিত। এবং এই একই পথে মুসলিম গোরস্থান এবং আবাসিক বাড়িঘর রয়েছে। সড়ক উম্মুক্ত না হলে কখনো অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারবেনা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT