গাছ কেটে নেওয়ার পর এবার ঘর পুড়িয়ে দিলো প্রতিপক্ষরা গাছ কেটে নেওয়ার পর এবার ঘর পুড়িয়ে দিলো প্রতিপক্ষরা - ajkerparibartan.com
গাছ কেটে নেওয়ার পর এবার ঘর পুড়িয়ে দিলো প্রতিপক্ষরা

4:08 pm , February 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার সাহেবের হাট রায়পুরা এলাকার ব্যবসায়ী কামরুজ্জামান নবীনের মুরগির খামার সংলগ্ন অফিসঘর গত ১৬ ফেব্রুয়ারী রাতে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বন্দর থানা পুলিশের টহল দল এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। জানাগেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর চরফেনুয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান নবিন সদর উপজেলার সাহেবের হাট এলাকায় রায়পুরা মৌজায় প্রায় চার একর জমি কিনে মাটি ভরাট করে মুরগির খামার এবং বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। তার মালিকানাধীন ওই সম্পত্তি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে রায়পুরা এলাকার  ইউনুছ খান ও খোন্তাখালি গ্রামের মিন্টু বেপারী। তারা বেশ কিছুদিন পূর্বে নবীনের জমিতে থাকা কয়েক লাখ টাকার গাছ জোর করে কেটে নেয়। তাতেও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। জমি দখল করতে সেখানে থাকা ঘরটিও পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কামরুজ্জামান নবীন। এতে রায়পুরা এলাকার  ইউনুছ খান, খোন্তাখালির মিন্টু বেপারী, রায়পুরার সিরাজ প্যাদা,  সুলতান খান , মিলন, দুর্গাপুরের আব্দুল হালিম কারিকর , সেন্টু হাওলাদার এবং খোন্তাখালির ফারুক নাগাসি সহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এ ব্যাপারে কামরুজ্জামান নবীন বলেন, ব্যবসার কাজে আমাকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয় । সেই সুযোগে অবৈধভাবে আমার ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড টানিয়ে জমিতে থাকা বিপুল পরিমাণ গাছ কেটে নেয় অভিযুক্তরা। এদের মধ্যে একজন জমি জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া অস্ত্র মামলার আসামিও রয়েছে অভিযুক্তদের মধ্যে ।

এই বিভাগের আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT