4:28 pm , February 16, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ নিজ দলের কর্মীদের ওপর হামলা এবং মামলায় ফাঁসানোর অভিযোগে ২৬ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা ফরিদ উদ্দীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা। গতকাল রোববার বিকেলে কালিজিরা সাউথ এ্যাপোলো হাসপাতাল সংলগ্ন এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড যুবদলের আহবায়ক জিয়াউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সাদির উপর আওয়ামী সন্ত্রাসী বাহিনী হামলা করে কিছুদিন পূর্বে। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করান বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ। সেই মামলায় আওয়ামী স্বৈরাচারের আমলে বারবার নির্যাতিত ও কারাবরণকারী ২৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতাকর্মীদের আসামী করা হয়। ৫ আগষ্টের পরে ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আজ পর্যন্ত এই ফরিদ বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নামে-বেনামে ৮টি মামলা দায়ের করিয়েছেন। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। দলের সিদ্ধান্ত অমান্য করে ২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন ফরিদ উদ্দিন। সে সময় তার বিরোধীতা করায় দলীয় নেতাকর্মীদের ওপর ক্ষোভ ছিল। যার বহি:প্রকাশ হিসেবে নিজ দলের নেতাকর্মীদের বিভিন্ন অভিযোগে মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করছেন। এছাড়া তিনি পূর্বে আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির কর্মীদের ওপর বেশ কয়েকবার হামলাও করিয়েছেন। এতে ছাত্রদলের সাবেক সভাপতি অদূত খান, যুবদলের সদস্য সচিব রিপন, লিটন খান ও ছাত্রদলের শফিক সহ বেশ কয়েকজন আহত হয়। এছাড়াও এসিআই ডিপোর কর্মীদের মারধর, বাজারের হিন্দুসম্প্রদায়ের দোকান দখল, চাঁদাবাজী, স্থানীয় লোকজনের জমি ও বাড়ী দখলের অভিযোগ আনেন ওয়ার্ড যুবদলের আহবায়ক জিয়াউর রহমান। এ বিষয়ে দলের সিনিয়র নেতাদের কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।