গৌরনদীর সাবেক উপজেলা চেয়ারম্যান মেরী গ্রেফতার গৌরনদীর সাবেক উপজেলা চেয়ারম্যান মেরী গ্রেফতার - ajkerparibartan.com
গৌরনদীর সাবেক উপজেলা চেয়ারম্যান মেরী গ্রেফতার

4:24 pm , February 16, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গৌরনদীর নাঠৈ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মেরী এক বিএনপি নেতার ওপর হামলা ও হুমকির অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া। তিনি বলেন, রোববার সকালে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্টের পর গৌরনদীর অধিকাংশ আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করলেও সৈয়দা মনিরুন নাহার মেরী স্থানীয় বিএনপির কিছু নেতাকে ম্যানেজ করে নাঠৈ গ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT