4:28 pm , February 15, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন। আলহাজ্ব মফিজ উদ্দিন গাজী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে গত শুক্রবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি বশির উদ্দিন আহমেদ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনীল বরণ হালদার, সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। বিশেষ অতিথি ছিলেন আসাদুল আলম আসাদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা শাখার সভাপতি তপন চন্দ্র মিস্ত্রী, বামনা উপজেলার সভাপতি অঞ্জন চ্যাটার্জী, পাথরঘাটা উপজেলা সম্পাদক গোলাম মাওলা মিলন, আমতলী উপজেলার সভাপতি গোলাম ফারুক। সম্মেলনে কদমতলা স্কুল ও কলেজের অধ্যক্ষ বশির উদ্দিনকে সভাপতি ও বুড়ীরচর আলহাজ্ব মফিজ উদ্দিন গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীনকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্মেলনের পর নেতৃবৃন্দ আমতলী দক্ষিণ রাওয়া নূর আল-আমিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক শামসুল আলমকে দেখতে যান।