বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয় বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয় - ajkerparibartan.com
বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

4:22 pm , February 15, 2025

সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ ও অর্থ সম্পাদক আবদুল মালেক

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের সবকটিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী এসএম সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন।
শুক্রবার নির্বাচন উপপরিষদের আহ্বায়ক মোকলেছুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া অসীম কুমার বাড়ৈ ও তারিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন আবদুল মালেক, যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিউটি সুলতানা ও আবদুর রহমান চোকদার। নির্বাহী সদস্য হয়েছেন কাজী মাহমুদা, আবুল খায়ের রতন, মো. আজাদ ও মতিউর রহমান সেন্টু।
আওয়ামীপন্থিসহ সমমনা আইনজীবীদের ছাড়াই বৃহস্পতিবার দিনভর বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট ১ হাজার ৮১ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫৬ জন, ভোট দেননি ৪২৫ আইনজীবী।
আইনজীবী সমিতি সূত্র জানিয়েছে, অনেক আগেই এবারের নির্বাচন বর্জনের ঘোষণা দেন আওয়ামী আইনজীবী পরিষদ ও বাম জোটের আইনজীবীরা। এরপরও বিএনপি এবং জামায়াত জোটবদ্ধভাবে প্যানেল ঘোষণা করে জাতীয়বাদী আইনজীবী ফোরাম। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি-জামায়াতের আইনজীবীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT