যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা ॥ স্বামীর ফাঁসি যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা ॥ স্বামীর ফাঁসি - ajkerparibartan.com
যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা ॥ স্বামীর ফাঁসি

4:46 pm , February 13, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা ও প্রমান লোপাট চেষ্টার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।
দন্ডিত কালাম রাঢ়ী বরিশাল সদর উপজেলার খোন্তাখালী এলাকার কাঞ্চন রাঢ়ীর ছেলে। রায় ঘোষণার সময় কালাম এজলাসে উপস্থিত ছিলেন। মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর বলেন, যৌতুকের দাবিতে স্ত্রী নুপুর বেগমকে প্রায়ই নির্যাতন করতো। ২০১৩ সালের ১৩ মার্চ বাকেরগঞ্জের কবিরাজ গ্রামে শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে আসে। সেখানে গিয়ে যৌতুকের দাবিতে স্ত্রী নুপুরের সাথে তর্ক-বিতর্ক হয়। পরে ১৪ মার্চ নুপুরকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। এরপর থেকে নুপুরের কোন খোঁজ ছিলে না। পরে ১৬ মার্চ জানতে পারে ১৫ মার্চ নুপুরের লাশ বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার কুন্দিয়ালপাড়া যোগেন্দ্র সরদার বাড়ীর পূর্ব পাশে খালের মধ্যে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নুপুরের মা রেনু বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় মামলা করে। তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম স্বামী কালাম রাঢ়ীকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২৬ জুলাই আদালতে চার্জশীট জমা দেয়। এতে উল্লেখ করা হয়, শ্বাসরোধ করে নুপুরকে হত্যা করে প্রমান লোপাটে লাশ খালের পানিতে ফেলে দেয়া হয়। বিচারক ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ উপরোক্ত রায় প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT