কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন - ajkerparibartan.com
কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন

4:33 pm , February 12, 2025

কলাপাড়া সংবাদদাতা ॥ কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেওয়া এই আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। তার গ্রামের বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে।গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন কাফি।তিনি বলেন, ‘মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’আগুনের ঘটনায় আক্ষেপ করে কাফির বাবা মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান বলেন, ঘরের সামনের ও পেছনের দরজা বন্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘরের ভেতরে তার বাবা-মা, ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তান ছিলেন। তারা দরজা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান। ঘরের মধ্যে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ ১ লাখ ত্রিশ হাজার টাকাসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই।কাফির ভাই নুরুল্লাহ জানান, বাইরে থেকে দরজা আটকে দুষ্কৃতিকারী চক্র ঘরে আগুন দেয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ঘরের অপর একটা দরজা ভেঙে সবাই কোনোমতে প্রাণে বেঁচে গেছে।কাফির পরিবার আরও জানায়, ঘরটিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে গেছে। এটি নাশকতা বলে দাবি পরিবারের।ফায়ার ফাইটার তপু বিশ্বাস জানান, পাশের একটা ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় কাফি বাড়িতে ছিলেন না। তিনি ঢাকায় ছিলেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, বিষয়টি তারা তদন্ত করে দেখছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT