মনোনয়ন পেলেন দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে মনোনয়ন পেলেন দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে - ajkerparibartan.com
মনোনয়ন পেলেন দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে

4:30 pm , February 12, 2025

পিরোজপুরের ৩টি আসনে জামায়াতে ইসলামের প্রার্থীতা ঘোষনা

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনটি আসনের প্রার্থীরা হলেন : পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর) আসনে  দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আলহাজ্ব মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার) আসনে বড় ছেলে আলহাজ্ব শামীম সাঈদী।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনীত হয়েছেন সংগঠনটির মঠবাড়িয়া উপজেলা আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল। সম্প্রতি পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এ তথ্য নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT