বাবুগঞ্জে ৫টি পাইপ গান উদ্ধার ॥ এলাকায় আতঙ্ক বাবুগঞ্জে ৫টি পাইপ গান উদ্ধার ॥ এলাকায় আতঙ্ক - ajkerparibartan.com
বাবুগঞ্জে ৫টি পাইপ গান উদ্ধার ॥ এলাকায় আতঙ্ক

4:30 pm , February 12, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে  একটি পুকুর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি পাইপ গান উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের  মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে  উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের পেছনের একটি পুকুর থেকে  এগুলো উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানা সূত্রে জানায়, স্থানীয়রা পরিষদের পিছনে একটি পুকুরের পাড়ে বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোন বস্তু সাদৃশ্য দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে বস্তা খুলে দেখে এর ভেতরে ৫টি পাইপ গান। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন সিকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT