কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্রলারে পেট্রোলের ড্রাম বিস্ফোরন ॥ অগ্নিকান্ডে চারজন দগ্ধ কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্রলারে পেট্রোলের ড্রাম বিস্ফোরন ॥ অগ্নিকান্ডে চারজন দগ্ধ - ajkerparibartan.com
কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্রলারে পেট্রোলের ড্রাম বিস্ফোরন ॥ অগ্নিকান্ডে চারজন দগ্ধ

4:26 pm , February 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের কীর্তনখোলা নদীর চাঁদমারি এলাকায় একটি জ্বালানী তেলবাহী ট্রলারে পেট্রোলের ড্রাম বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে চারজন দগ্ধ হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় দগ্ধদের ঢাকায় প্রেরন করা হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছে যমুনা তেলের ডিপো। দগ্ধরা হচ্ছেন : ট্রলারে কর্মরত মান্না, মানিক, রুবেল ও সম্পদ। এরা সকলে নোয়াখালির হাতিয়া এলাকার বাসিন্দা। নদীতে ঝাপ দিয়ে রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা ২ মাঝিমাল্লা। ট্রলার চালক মো. দুলাল জানিয়েছেন, গতকাল বুধবার বিকেল ৬টার দিকে কীর্তনখোলা নদীর চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে ট্রলারে ড্রাম ভর্তি জ্বালানী তেল লোড করছিলেন। এ সময় বিকট শব্দে ট্রলারে থাকা একটি তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ সময় ট্রলারে থাকামাঝিমাল্লারা নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে রুবেল ঝাপ দিতে না পারায় সে বেশী দগ্ধ হয়। এ সময় ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলারটি। ডিপো রক্ষার্থে ট্রলারটি মাঝ নদীতে নিয়ে যাওয়া হয়।  ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোটসহ ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দগ্ধদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।  শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সানজিদা ইসলাম কেয়া জানিয়েছেন, চারজনের শরীরের ৮০ ভাগ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় প্রেরন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT