4:24 pm , February 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ অপারেশন ডেভিল হান্টের অভিযানে বরিশালে ১৬ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনভর বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ ছিলো এবং তারা বেশ কিছু মামলার আসামি। তাদের বিরুদ্ধে এসব মামলার তদন্ত চলমান।
তিনি জানান , আমরা বরিশাল নগরী ও জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছি। এদের মধ্যে ১১জন জেলার বিভিন্ন অঞ্চলের এবং ৫ জন নগরীতে আটক হয়েছেন। পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। বিশেষ করে যারা দেশে অস্থিরতা তৈরি করতে পারে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করি এই অভিযান দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে। এছাড়া বিকেলে নগরীর রসুলপুর কলোনী এলাকায় যৌথ বাহিনী অস্ত্র উদ্ধারের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে ইয়াবাসহ আটক করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, উজ্জ্বল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। এই অভিযানটি সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সমন্বয়ে পরিচালিত হয়েছিল।