4:22 pm , February 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক। গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এ আদেশ দেন। আব্দুল মালেক বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করা বিতর্কিত ঠিকাদার সালাউদ্দীন রিপনের চাচা। সদ্য বিদায়ী বছরের ৪ আগষ্ট বরিশাল বিএনপি কার্যালয়ে হামলা-ভাংচুর, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় আব্দুল মালেকও আসামী ছিলেন। সম্প্রতি তাকে নগরীর বাটারগলির নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।