বাকেরগঞ্জে কলেজ কমিটিতে ছাত্রলীগ সভাপতির নাম প্রস্তাব ! বাকেরগঞ্জে কলেজ কমিটিতে ছাত্রলীগ সভাপতির নাম প্রস্তাব ! - ajkerparibartan.com
বাকেরগঞ্জে কলেজ কমিটিতে ছাত্রলীগ সভাপতির নাম প্রস্তাব !

3:45 pm , February 11, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এতে বিধি অনুযায়ী কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে একটি প্রস্তাবনা তালিকা জমা দেওয়া হয়েছে। তাতে সভাপতি পদে চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সভাপতি মামুন অর রশিদ সোহাগ এবং সদস্য পদে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খবির হাওলাদারের নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সংক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
কমিটির সাবেক সদস্য হেমায়েত হাওলাদার বলেন, অধ্যক্ষকে কমিটি গঠনের জন্য পরামর্শ দিয়েছিলেন উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু শিকদার। অথচ অধ্যক্ষ সেই পরামর্শ না শুনে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাদের নাম দিয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন। এটা খুবই পরিতাপের বিষয়। মূলত অধ্যক্ষ মজিবর রহমান নিজেও একজন সাবেক ছাত্রলীগ নেতা। সেই কারণেই তিনি স্বগোত্রকে এখনো প্রতিষ্ঠা করার মিশনে ব্যস্ত। যদিও ওই তালিকায় জামায়াত নেতা এ্যাডভোকেট জাকির হোসেনের নামও দিয়েছেন অধ্যক্ষ।
এ বিষয়ে জানতে অধ্যক্ষ মজিবর রহমান রাজাকে ফোন করা হলে তিনি ছাত্রলীগ-আ.লীগ নেতাদের নাম দিয়ে প্রস্তাবনার সত্যতা স্বীকার করে বলেন, আপনি (সাংবাদিক সাহেব) কোথায় আছেন। আপনার অফিসের ঠিকানা বলুন। আমি খবির ভাইকে নিয়ে আপনার সাথে দেখা করতে চাই।
এ ব্যাপারে বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা বলেন, আমি ছুটিতে ছিলাম তাই অভিযোগটি আমি এখনো দেখিনি। বিষয়টি যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মজিবর রহমান (রাজা) বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামের মৃত জিন্নাত আলি মোল্লার ছেলে। তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট পরিচালনা, ভুয়া সনদ দিয়ে কলেজে চাকরি গ্রহণ, কলেজের অফিস কক্ষের আলমীরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি সহ নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে একাধিক মামলা চলমান। গ্রেফতার হয়ে জেলও খেটেছেন তিনি। ইতিপূর্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী শিক্ষকমন্ডলি ও স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধন করেছিল তার বিরুদ্ধে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT