মঠবাড়িয়ায় তারেক রহমানের পক্ষে অনুদান প্রদান মঠবাড়িয়ায় তারেক রহমানের পক্ষে অনুদান প্রদান - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় তারেক রহমানের পক্ষে অনুদান প্রদান

4:03 pm , February 10, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায়  অংশগ্রহণকারী ১২ দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মঠবাড়িয়া পৌরসভা ক্লাস্টারের অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রতিযোগীদের হাতে এ অনুদান তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইউম। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গনি, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম হায়দার ও বিএনপি নেতা একেএম নিজামুল কবির মিরাজ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT