মঙ্গলবার বাবার মৃত্যুবার্ষিকী সোমবার নিহত হলেন ছেলে ! মঙ্গলবার বাবার মৃত্যুবার্ষিকী সোমবার নিহত হলেন ছেলে ! - ajkerparibartan.com
মঙ্গলবার বাবার মৃত্যুবার্ষিকী সোমবার নিহত হলেন ছেলে !

3:59 pm , February 10, 2025

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বাসচাপায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের  আইসিটি ল্যাব সহকারী সুখদেব মন্ডল (২৫) নিহত হয়েছেন। সোমবার বিকাল তিনটার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুখদেব মন্ডল ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত দেবেন্দ্র মন্ডল এর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিদ্যালয়ের কাজ শেষ করে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাঘড়ি এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রন খেতে যায়। খাওয়া শেষ করে অটো রিকশাযোগে নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন । হঠাৎ অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে। এসময় একটি বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হয় সুখদেব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত সুখদেব মন্ডলের নিকটাত্মীয় অমিত মন্ডল বলেন,‘ দুই বছর আগে বাবাকে হারায় সুখদেব। আগামীকাল তার বাবার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার বাড়িতে চারশ লোকের খাবারের আয়োজন ছিল। বাজারও করা হয়েছে কিন্তু বাসচাপায় সুখদেব এর মৃত্যুতে সব শেষ হয়ে গেল। ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT