3:57 pm , February 10, 2025

পরিবর্তন ডেস্ক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনইর পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ভারতের স্বার্থ উদ্ধারে কাজ করেছে আওয়ামী লীগ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য। সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। দেশ স্বাধীন করতে গিয়ে লাখো মানুষ রক্ত দিয়েছে, মা-বাবা সন্তানহারা হয়েছে। স্বাধীনতার পর কোন দল বলতে পারবেনা সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে।
গতকাল সোমবার শেষ বিকালে খেপুপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসলাম আন্দোলন বাংলাদেশ এর কলাপাড়া শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এখন বর্তমানে যে পরিবেশ তৈরী হয়েছে তা ইসলামের পক্ষের পরিবেশ। বিএনপিসহ অন্যান্য দল দেশ পরিচালনা করেছে, তারা কী পরিচালনা করেছে, জাতিকে কী দিয়েছে সেটা আমাদের কাছে গোপন না সব প্রকাশ্য।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন কলাপাড়া ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতী হাবিবুর রহমান হাওলাদার।