3:56 pm , February 10, 2025

আওয়ামী লীগ সরকার আমলে এসব মামলা করা হয়েছিলো
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সাইবার আইনে করা অর্ধশতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিলো।
বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সুত্র জানিয়েছে, মুক্ত মত প্রকাশের কারণে সাইবার আইনে মামলা সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে বরিশালের ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাবেক সরকারের বিরুদ্ধে কটুক্তিসহ নানা কারনে ওই মামলাগুলো করা হয়েছিলো। মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় ৪৯৪ ধারা মোতাবেক প্রত্যাহার করা হয়। মামলার সিংহভাগ আসামী বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ছিলেন। প্রত্যাহার করা মামলার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের ৪৯টি, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৯টি ও একটি জিডি রয়েছে।
এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালের পিপি সাদিকুর রহমান লিংকন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিহিত করে সাইবার আইনে মামলা করা হতো। রাষ্ট্রের যে কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা অভিযোগ এনে সাইবার আইনে মামলা ঠুকে দিতেন আওয়ামী লীগ সরকারের লোকজন। এসব মামলা হয়রানীমূলক হওয়ায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ৫৯ মামলা প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৫৩৬টি। এরমধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনালের মামলা, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৩৪৭টি ও জিডি ৯টি। উচ্চাদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে।