প্রশাসনের নজরদারি ছিলো না বললেই চলে বিশৃঙ্খলায় সাংবাদিক, নারী-শিশু সহ আহত ১২ প্রশাসনের নজরদারি ছিলো না বললেই চলে বিশৃঙ্খলায় সাংবাদিক, নারী-শিশু সহ আহত ১২ - ajkerparibartan.com
প্রশাসনের নজরদারি ছিলো না বললেই চলে বিশৃঙ্খলায় সাংবাদিক, নারী-শিশু সহ আহত ১২

4:48 pm , February 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ক্রিকেটপ্রেমীদের বিশৃংখলায় বরিশাল ফরচুন খেলোয়াড়দের সংবর্ধনাস্থলে ধাক্কাধাক্কিতে সাংবাদিক, নারী-শিশু সহ ১২ জন কমবেশী আহত হয়েছে। এ জন্য আয়োজকদের দোষারোপ করেন ক্রিকেটপ্রেমীরা। গতকাল রবিবার বিকালে নগরীর বেলস পার্কে ছিল ক্রিকেটারদের সংবর্ধনা। দুপুর থেকে সংবর্ধনাস্থলে ক্রিকেটপ্রেমীদের ভিড় বাড়তে থাকে। কানায় কানায় ভরে যায় বেলস পার্ক মাঠের অর্ধেক অংশ। বিকাল সাড়ে ৪টার দিকে খেলোয়াড়দের নিয়ে বাসটি বেলসপার্কে মাঠে প্রবেশ করে। এ সময় ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড়ে বাধার সম্মুখ হয় বাসটি। পরবর্তীতে বারবার দর্শকদের অনুরোধ করেন  সংশ্লিষ্টরা সড়ক থেকে সরে যাওয়ার জন্য। একশ’মিটার পথ অতিক্রম করতে ১ ঘন্টার বেশী সময় লেগে যায় বাসটির। কোনভাবে বাসটি মঞ্চের কাছে এলে চারিদিক থেকে ঘিরে ধরে ক্রিকেটপ্রেমীরা। এতে করে নিরাপত্তার অভাব বোধ করেন খেলোয়াড়রা। তারা কোনভাবে বাস থেকে নামতে চাইছিল না। এদিকে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ও বরিশাল ফরচুনের মালিক মিজানুর রহমানসহ একাধিক কর্মকর্তারা ক্রিকেটপ্রেমীদের নিবৃত্ত করতে অনুরোধ জানান। কিন্তু কোনভাবেই তাদের সামাল দেয়া কারো পক্ষে সম্ভব ছিল না। এক পর্যায়ে মিজানুর রহমানের মেয়ে ট্রফি নিয়ে মঞ্চে ওঠেন। এরপর মুশফিক এসে সেলিফ তোলেন। তার পিছন থেকে ট্রফি হাতি তুলে নেন বরিশাল ফরচুনের অধিনায়ক তামিম ইকবাল। তিনি কোনভাবে ট্রফিটি উপরে তুলে মঞ্চ থেকে দৌড়ে নেমে বাসে আশ্রয় নেন। এর পূর্বে দর্শকদের মধ্যে ধাক্কাধাক্কিতে যমুনা টেলিভিশনের বরিশাল প্রতিনিধি কাওসার হোসেন ও নিউজটুয়েন্টি ফোরের বরিশাল প্রতিনিধি কাওসার হোসেন রানাসহ বেশ কয়েকজন মিডিয়া কর্মী আহত হন। তাদের সাথে আহত হন নারী, শিশুসহ ১০ থেকে ১২ জন। ধাক্কায় যারাই পড়ে গিয়েছেন তারাই পদদলিত হয়েছে। তবে এ জন্য আয়োজকদের দোষারোপ করেন ক্রিকেটপ্রেমীরা। তারা বলেন, মঞ্চটি বাশ দিয়ে ঘিরে ফেলা দরকার ছিল। সেখানে কোন শক্ত বেষ্টনী তৈরী করা হয়নি। তাছাড়া ছিল না আইনশৃংখলা বাহিনীর সদস্য। এ কারনে ক্রিকেটপ্রেমীরা তাদের খেলোয়াড়দের দেখার জন্য পিছন থেকে চাপ সৃষ্টি করে। এতে করে ধাক্কাধাক্কি শুরু হয়ে যে যার মত শক্তি প্রয়োগ করেছেন। এ কারনে খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান ভন্ডুল হয়ে যায়। খেলোয়াড়রা সংবর্ধনা না নিয়ে তারা ঢাকায় ফিরে যান। এ ব্যাপারে তামিম ইকবাল বলেন, তিনি বরিশালের ক্রিকেটপ্রেমীদের দেখেছেন কিন্তু তাদের সাথে কথা বলতে পারেননি এ কারনে ব্যথিত হয়েছেন। তবে বরিশালবাসী যে ক্রিকেটপ্রেমী তা বোঝা গেছে।
এদিকে তামিম ইকবাল ঢাকা ফিরে ফেইসবুক লাইভে আবেগতারিত কণ্ঠে বরিশালবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমরা পুরো টিম নিয়ে বরিশালের এসেছিলাম। সবার সাথে দেখা হবে। সবার সাথে কথা বলবো। আমার টিমের সবার ইচ্ছা ছিলো তারাও কথা বলবে। কিন্তু ক্রিকেট প্রেমিদের এতো ভীড়ে আমাদের নিরাপত্তা কর্মীরা একসময় সেইফ মনে না করার কারণে আমরা দ্রুত বাসে উঠে পড়ি। এসময় অনেক দর্শক আমাদের বাসের ছাদে উঠে পড়ে। তামিম ইকবাল বলেন, আমার লাইফে একসাথে এতো লোক কখনো দেখিনি।

এই বিভাগের আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT