4:10 pm , February 9, 2025

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আনোয়ার উদ্দিন মাদ্রাসার কম্পিউটার শিক্ষক আবুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।
আবুল হাসান ওই মাদ্রাসায় নিয়োগ পাওয়ার পর থেকেই অর্থ আত্মসাৎ, জাল সার্টিফিকেট বিক্রিসহ বিভিন্ন অপকর্ম শুরু করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মির্জা আহসানুল হাবিবের আস্থাভাজন হওয়ার সুবাধে তিনি এসব করছেন। স্থানীয় সমাজসেবক ও বীর-মুক্তিযোদ্ধা গওহর আইউব এসব অনিয়মের প্রতিবাদ রতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। স্থানীয়রা আবুল হাসানের বিচারের দাবিতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগও করেছিলেন। কিন্তু তাতেও কিছু হয়নি। আবুল হাসান নিজের দুর্নীতি, অপকর্ম ধামাচাপা দিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছেন। অভিযোগ অস্বীকার করে আবুল হাসান বলেন, স্থানীয়দের হুমকির কারণে তিনি মাদ্রাসায় উপস্থিত হতে পারছেন না।
এ ব্যাপারে আনোয়ার উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক আবুল হাসানের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পাইনি।