তেতুলতলা মদীনাতুল মুছলিহীন মাদরাসার মাহফিল অনুষ্ঠিত তেতুলতলা মদীনাতুল মুছলিহীন মাদরাসার মাহফিল অনুষ্ঠিত - ajkerparibartan.com
তেতুলতলা মদীনাতুল মুছলিহীন মাদরাসার মাহফিল অনুষ্ঠিত

4:09 pm , February 9, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরের কাশিপুর তেতুলতলা মদীনাতুল মুছলিহীন (নূরানী হাফেজী) মাদরাসার দুই দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ ও ০৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত মাহফিলে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিপ্লবী বাংলাদেশের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ও ২৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো: হুমায়ুন কবির। প্রথম দিনে বয়ান করেন মাওলানা আনোয়ারুল হক আব্বাসী ও দ্বিতীয় দিনে বয়ান করেন মাওলানা মুফতী নাসির উদ্দীন। এছাড়াও মাহফিলের প্রথমদিনে ওয়াজ পেশ করেন মাওলানা হাফেজ রফিকুল ইসলাম। দ্বিতীয় দিন ওয়াজ করেন মাওলানা হাফেজ শাহাদাত হোসেন। মাহফিলে মাদ্রাসার ৭ শিক্ষার্থী হাফেজ হওয়ায় তাদের পাগড়ি প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT