4:07 pm , February 9, 2025

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া পৌর শহরের ব্যবসায়ি ওসমান মীর ও আলম মীর গংদের দক্ষিণ মিঠাখালীর পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লাল মিয়া মীর সহ তার ভাইদের বিরুদ্ধে। এমনকি থানা সহ বিভিন্ন দপ্তরে ব্যবসায়ি পরিবারগুলোর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানী করে আসছে। ব্যবসায়ি ওসমান মীর জানান, মঠবাড়িয়া উপজেলাধীন দক্ষিণ মিঠাখালী মৌজার দুই একর ২০ শতাংশ জমি তার দাদা ফয়েজ উদ্দীন মীর রেকর্ড সূত্রে মালিক। কিন্তু উক্ত জমির মধ্য থেকে একই বংশের মৃত হাতেম আলী মীরের পুত্র লাল মিয়া মীর, রুহুল আমিন, নুরুল আমিন ও হাবিব মীর দলিল মূলে ৫৪ শতাংশ দাবী করে আসলেও তারা কোন দলিল দেখাতে পারছেনা।
ব্যবসায়ির অপর ভাই ফারুক মীর জানান, লাল মিয়া মীররা দাদার প্রাপ্য জমি বিভিন্নজনের কাছে বিক্রি করে এখন তাদের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে লাল মিয়া মীর অভিযোগ অস্বীকার করে বলেন, ক্রয়সূত্রে আমিও জমি পাবো।