4:58 pm , February 7, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাবেক সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং কাশীপুর হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল হালিম মিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে শিক্ষক ভবনের ফকিরবাড়ী রোডস্থ এম এ গফুর অডিটোরিয়ামে গতকাল শুক্রবার শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরণ হালদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনায়েত হোসেন মল্লিক। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সালাম। এরপর মরহুম আব্দুল হালিম মিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। শোকসভায় মরহুম আব্দুল হালিম মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেণ বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসাদুল আলম আসাদ, উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম , সঞ্জয় কুমার খান, ফিরোজ আলম গাজী, জসিম উদ্দিন, সুভাষ চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, গৌতম সমদ্দার, অর্থ সম্পাদক আব্দুর রশিদ , দপ্তর সম্পাদক অবিনাশ চন্দ্র রায় , বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইদ্রিসুর রহমান, বরিশাল আঞ্চলিক শাখার মহিলা সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, কৃষ্ণা হালদার, বীথিকা চ্যাটার্জী, নিজাম হোসেন সিকদার, মাধব চন্দ্র কবিরাজ।
