4:57 pm , February 7, 2025

১১ কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান
নিজস্ব প্রতিবেদক ॥ অক্সফোর্ড মিশন রোডস্থ “মাদরাসাতুল আবরার বরিশাল” এর হিফজ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ছাত্রদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল হয়েছে। শুক্রবার মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের ১১ কোরআনের হাফেজকে পাগড়ি প্রদান করেন অতিথিরা। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি নুরুল্লাহ পীর কাশিপুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মাওলানা রুহুল আমিন, বাইতুল মামুর জামে মসজিদ এর ইমাম ও খতিব মুফতী শরীফুল ইসলাম এবং ইদ্রিসীয়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক। মাহফিলে সভাপতিত্ত্ব করেন ইঞ্জিানয়ার আব্দুর রব।