4:56 pm , February 7, 2025

এলবার্ট আহবায়ক-কানু সদস্য সচিব
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের বরিশাল মহানগর এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এলবার্ট রিপন বল্লভকে আহবায়ক ও কানু সাহাকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। ৫ ফেব্রুয়ারী সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুণ দে উক্ত কমিটি অনুমোদন করেন। ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন বিজয় ভক্ত, অলোক বসু,অশোক কুমার ঠাকুর, গিলবার্ট চৌধুরী অশোক, চঞ্চল দাস কালু । সদস্যরা হলেন-সুভাশীষ সেন, রাজিব দাস দেবা, অমিত বসু, মিঠু বাড়ৈ, শৈলেন ঘরামী, লিটু দে, মিলন চ্যাটার্জী, মুরাদ ভক্ত, জয়ন্ত লাল রাউ, অপূর্ব ভক্ত, পলাশ দেবনাথ কালু, ডমনিক ডন মিস্ত্রি, সুব্রত খাসকেল, সুজন রায়, রাজিব ঘোষ, সুভাষ দাস, বিপ্লব বাড়ৈ, কান্তি সরকার, বিশ্বজিৎ হালদার, সুমন পাথর, শুভ গুহ, প্রসেনজিৎ দাস, সঞ্জয় চন্দ্র রায়, নিলিমা মিত্র, বৃষ্টি কু-ু, বিপ্লব সরকার, সুশেন বিশ্বাস।