বরিশালে শুরু হয়েছে ৩দিন ব্যাপী আবাসন মেলা বরিশালে শুরু হয়েছে ৩দিন ব্যাপী আবাসন মেলা - ajkerparibartan.com
বরিশালে শুরু হয়েছে ৩দিন ব্যাপী আবাসন মেলা

3:58 pm , February 6, 2025

বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী আবাসন মেলা। বৃহস্পতিবার সকাল থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন রাত দশটা পর্যন্ত এই মেলা চলবে বলে জানালেন আয়োজক প্রতিষ্ঠান বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সিইও ইসলাম শেখ। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ২ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল কাইয়ুম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ওমর সানী। তিনি গোল্ড সেনস নামক প্রতিষ্ঠানের ব্রান্ড অ্যাম্বাসেডর।
মেলায় ঢাকা ও বরিশালের ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠান
গুলো হচ্ছে- ঢাকা মডার্ন সিটি, গোল্ডস্যান্ড গ্রুপ, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, রিয়েল ক্যাপিটা গ্রুপ, এইচ আর গ্রুপ, ম্যানগ্রোভ হোটেল কুয়াকাটা, স্পার্ক গ্রুপ, তাজওয়ার হোল্ডিংস, সালাম মিয়া হাউজিং ও গ্রীন প্রোপার্টি সল্যুশন।
বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসলাম শেখ জানান, আমার স্বপ্ন আমার বাড়ি- এই স্লোগান কে সামনে রেখে আমরা বরিশাল আবাসন মেলায় বরিশালের বর্তমান ও ভবিষ্যৎ আবাসন নিয়ে চমৎকার ও আকর্ষণীয় কিছু আয়োজন করেছি। আয়োজনের অংশ হিসেবে থাকছে ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস এবং পর্যটন নগরী কক্সবাজার, কুয়াকাটাসহ বিভিন্ন পর্যটন এরিয়ার রিসোর্ট, ৫ তারকা মানের হোটেলের শেয়ার/মালিকানা কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য।
তিনি আরও বলেন, সাধারণ জনগণের মাঝে আবাসনের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সেতু বন্ধন তৈরির প্রেক্ষিতে আমরা ডোর টু ডোর ব্র্যান্ডিং করছি। এই মেলা বরিশালের আবাসন শিল্প বিকাশে বিশেষ ভূমিকা পালন করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT