4:20 pm , February 5, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন । উদ্বোধন শেষে উপাচার্য এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়াবে, তাদের সফল উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে, যা দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণকর। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, ট্রেজারার অধ্যাপক ড. মামুন অর রশিদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হারুন অর রশিদ । মেলার ৪৫টি স্টলে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তারা অংশ নেয়।