3:20 pm , February 4, 2025

নিজস্বপ্রতিবেদক ॥ গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন । অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আশরাফ উদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, পুলিশ সুপার শরীফ উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ । অনুষ্ঠানে কোর্স সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) সালমা আক্তার । সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিচার বিভাগের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন আদালতের নাজির, বেঞ্চ সহকারী, কোর্ট ইন্সপেক্টর, ইউনিয়ন পরিষদের ২০ জন চেয়ারম্যান সহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ সরকার,ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর কারিগরী ও আর্থিক সহযোগীতায় এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগীতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তৃতায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন বলেন, গ্রাম আদালত এর মাধ্যমে গ্রামের ছোট-খাট বিরোধ নিষ্পত্তি করে গ্রামের বিরোধ গ্রামেই নিস্পত্তি করতে হবে। যাতে করে স্থানীয় মানুষজন হয়রানীর শিকার না হয়। গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের মানুষ যেমন শান্তিতে থাকতে পারবে তেমনি আদালত সমূহে মামলার চাপ কমবে। সভপতি উপস্থিত ইউনিয়ন চেয়ারম্যানদের সঠিকভাবে গ্রাম আদালত আইন ও বিধি অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করতে আহবান জানান। ইউনিয়ন চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, গ্রাম আদালত হলো একটি সেবা। সেক্ষেত্রে দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। প্রত্যেককে বিবেকদ্বারা শানিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। একজন মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব। আর আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি তাহলে দেশ গঠনে আরো এগিয়ে যাবো। সভায় গ্রাম আদালত আইন -২০০৬ এর ব্যাখা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ (অতিরিক্ত আদালত) সালমা আক্তার। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দীন গ্রাম অদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে সকল কে গ্রাম আদালত বিষয়ে জানানোর বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, গ্রাম আদালত সক্রিয়করণে আদালতের সার্বিক সহযোগীতার করার বিষয়ে আশ^াস দেন। উপ-পরিচালক, স্থানীয় সরকার, গৌতম বাড়ৈ গ্রাম আদালত সক্রিয় করতে চেয়ারম্যানদের সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন। বরিশাল জেলা পুলিশ সুপার শরীফ উদ্দীন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ দেন।