আদালত প্রাঙ্গনে ফুলের সমারোহ আদালত প্রাঙ্গনে ফুলের সমারোহ - ajkerparibartan.com
আদালত প্রাঙ্গনে ফুলের সমারোহ

3:16 pm , February 4, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে প্রবেশের সাথে সাথে যে কারোর মন ভালো হয়ে যাবে। আদালতের প্রধান গেট সংলগ্ন গড়ে তোলা হয়েছে বাহারী ফুলের বাগান। আর বাগানে বিভিন্ন রং এর ফুল বিচারক থেকে শুরু করে আইনজীবী ও বিচার প্রার্থীদের মণ ভালো করে দিচ্ছে। মামলা পরিচালনার ফাঁকে সকলেই সেখানে সময় কাটানোর সাথে সাথে তুলছেন সেলফি। আর সেই সেলফি মনের খোরাক জোগাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের ওয়ালে। আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দশতলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে খালি জমি পড়েছিল। জমিটুকুর সুন্দর ব্যবহার একই সাথে আদালতের সৌন্দর্র্য্যবর্ধনে সেখানে ফুলের চারা রোপনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তনুযায়ী সেখানে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপন করা হয়। এরপর এর যতেœ মেলে রতœ। দেখতে দেখতে ফুলের চারা বড় হয়ে কলি থেকে ফুল ধরতে শুরু করেছে। এখন পুরো মাঠটি জুড়ে ফুলের সমারোহ। এতে দারুন খুশী বিচার প্রার্থী থেকে শুরু করে আইনজীবীরা। এ জন্য মানব পাচার আদালতের অতিরিক্ত স্পেশাল সরকারি কৌশুলী এসএম সরোয়ার হোসেন জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এ ধরনের উদ্যোগ যে কাউকে আনন্দিত করবে এটাই স্বাভাবিক। এ ধরনের উদ্যোগ অফিস আদালতে তেমন একটা দেখা যায় না। আসলে সবকিছু হচ্ছে মনের ব্যাপার। যারা জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বে রয়েছেন তারা ভালো মনের মানুষ বলেই এ ধরনের উদ্যোগ নিয়ে স্বার্থক করেছেন। আদালতের এ ধরনের উদ্যোগ প্রতিটি অফিসে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করছি। তিনি আরো বলেন, এখানে যারা আসেন প্রতিটি মানুষ থাকেন মামলা নিয়ে নানা চিন্তায়। সেখানে গেট পেরুলে এ ধরনের একটি বাগান তাদের মণ ভালো করে দেয়। দিন শেষে একইভাবে ভালো মন নিয়ে তারা বাড়ি ফেরেন। শুধু বিচার প্রার্থীরা নয়, ভালো থাকে বিচারক এবং আইনজীবীদের মনও।
উল্লেখ্য জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এর নির্দেশনায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এই বাগানটি করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT