গাছ লাগিয়ে তারুণ্যের উৎসব উদযাপন গাছ লাগিয়ে তারুণ্যের উৎসব উদযাপন - ajkerparibartan.com
গাছ লাগিয়ে তারুণ্যের উৎসব উদযাপন

1:38 pm , February 4, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ গাছ লাগিয়ে তারুণ্যের উৎসব উদযাপন করলো বরিশাল শিশু পরিবারের সদস্যরা। এর সাথে ছিলেন সমাজসেবা কার্যালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উদ্দেশ্য আগামীতে ফল খাওয়ার পাশাপাশি গাছের নীচে সময় কাটানো এবং পাখির আবাসস্থল গড়ে তোলা।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, শহরায়নের যাতাকলে বহুতল ভবনের নীচে চাপা পড়ছে বিভিন্ন ধরনের গাছ থেকে শুরু করে পাখির আবাসস্থল। এতে করে শিশুরাও সবুজায়ন থেকে দূরে সরে যাচ্ছে। শহরে সবুজায়ন ধরে রাখা একই সাথে বরিশাল শিশু পরিবারের জমিতে ময়লা ফেলে ভরে রাখা হতো সেখানে ফলজ গাছ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে শিশু পরিবারের সদস্যদের নিয়ে দুইশ’ ফলজ গাছ রোপন করা হয়। সেখানকার কর্মকর্তারা সারাদিন ব্যস্ত থাকলেও শিশুরা পড়াশুনা এবং খেলাধুলা শেষে কিছুটা সময় গাছের পিছনে ব্যয় করবে। এ কারনে শিশু পরিবারের সদস্যদের সাথে নিয়ে গাছ রোপন অভিযান পরিচালনা করা হয়। একই সাথে গাছের পরিচর্যাও তাদের বুঝিয়ে দেয়া হয়। শিশুদের পরিচর্যায় গাছগুলো দ্রুত সময়ের মধ্যে বড় হয়ে ফল দেবে।
তাছাড়া শিশু পরিবারের সামনে জায়গা খালি পড়ে থাকায় সেখানে ময়লা-আবর্জনা ফেলে রাখা হতো। পলিথিনের স্তুপ জমে ছিল। সকলে মিলে সেই ময়লা পরিস্কার করে গাছ লাগানোর উপযুক্ত করা হয়। এরপর ইভেন্ট-৮৪ এর কাছ থেকে পাওয়া দুইশ ফলজ গাছ রোপন করা হয়। শিশু পরিবারের কর্মরতদেরও দায়িত্ব দেয়া হয়েছে গাছের পরিচর্যার। একটি গাছও যেন মারা না যায় সেদিকটা ভালোভাবে রক্ষণাবেক্ষন করবেন তারা। প্রয়োজনে তারাও গাছে পানি দেয়া থেকে শুরু করে আগাছা পরিস্কারের কাজও করবেন। তাদের দেখাদেখি শিখবে সেখানকার শিশুরা।
দুইদিনব্যাপী রবিবার এ কর্মসূচীর উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরীফ উদ্দিন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান, বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মামুন তালুকদার এবং ইভেন্ট- ৮৪এর সদস্যরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT