2:57 pm , February 3, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। যুগান্তর পত্রিকার চরফ্যাসন দক্ষিণ প্রতিনিধি আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চরফ্যাসন প্রেসক্লাবের সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, সজিব শাহরিয়ার, যুগ্ম সম্পাদক ও আজকের পরিবর্তন ও সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মোল্লা, সমকাল প্রতিনিধি ও চরফ্যাসন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমান শিকাদার, দৈনিক বাংলা প্রতিনিধি ও সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, মানবকণ্ঠ প্রতিনিধি শাহবুদ্দিন হাওলাদার, খোলা কাগজ প্রতিনিধি রুবেল আশরাফুল, আজকের দর্পণ প্রতিনিধি মামুন হোসাইন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ইসরাফিল নাঈম, বাংলাদেশ বানী প্রতিনিধি নুরুল্লাহ আরিফ, আজকের ভোলা প্রতিনিধি শামীম খাঁন, বরিশালের আজকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাঈনউদ্দিন রাসেদ প্রমুখ।
বক্তারা বলেন, যুগান্তর পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোন অপোস করেন না। সাদাকে সাদা ও কালোকে কালো বলার চেষ্টা চালিয়ে আসছে দীর্ঘ ২৪ বছর যাবৎ। ভবিষ্যতেও এ দ্বারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। এসময় যমুনা গ্রুপের মালিক মরহুম নুরুল ইসলাম বাবুলের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে প্রতিদিনের বাংলাদেশ এর চরফ্যাসন প্রতিনিধি ও চরফ্যাসন রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক হাসান লিটনের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন চরফ্যাসন রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দরা। এ সময় চরফ্যাসনে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন।