2:56 pm , February 3, 2025

গৌরনদী প্রতিবেদক ॥ জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডের শিকার বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের শিশু সাফওয়ান (৬) এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে সোমবার বিকেলে উপজেলা সদরের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গৌরনদী মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন নিহত শিশু সাফওয়ানের বাবা ইমরান সিকদার, কবি সিকদার রেজাউল করিম, লিটন প্যাদা, নয়ন মনি, ফিরোজা বেগম, তানিয়া আক্তার, বিউটি বেগম, কামরুল সরদার, শাম্মি আক্তার, রাকিব হোসেন প্রমুখ।
জানাগেছে, রাজধানী ঢাকার বাসা থেকে দাদার বাড়িতে বেড়াতে এসে বাড়ির শিশুদের সাথে খেলতে গিয়ে গত ১৫ জানুয়ারী (বুধবার) দুপুর ২টার দিকে নিখোঁজ হয় শিশু সাফওয়ান। এরপর স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে শিশুটির দাদা আব্দুল বারেক সিকদার ওই দিন রাতে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরদিন ভোরে গ্রামের রাস্তার পাশের ঢালু জমির ভেতরে পড়ে থাকা শিশু সাফওয়ানের নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। এরপর এলাকাবাসী ও স্বজনরা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ এসে শিশু সাফওয়ানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। একই সময় পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ওই গ্রামের বখাটে যুবক রোমান চৌকিদার ওরফে চৌধুরী (২৮) ও মাদক স¤্রাট খ্যাত ইউপি সদস্য মেুজাহার চৌকিদার ওরফে চৌধুরী (৫৮)কে আটক করে। নিহত শিশু সাফওয়ান গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান সিকদারের ছেলে। সাফওয়ানের লাশ উদ্ধার হওয়ার পর তার বাবা ইমরান সিকদার বাদি হয়ে ১৭ জানুয়ারী শুক্রবার বিকেলে তাদের প্রতিবেশী বখাটে যুবক রোমান চৌকিদার ওরফে চৌধুরী, তার বাবা লোকমান চৌকিদার ওরফে চৌধুরী , স্ত্রী আখি বেগম, বোন রুবিনা আক্তার, সরিকল ইউপি সদস্য ও মাদক স¤্রাট মুজাহার চৌকিদার ওরফে চৌধুরী ও শাহাদাত প্যাদা এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ জনের নামে মামলা করেন। এরপর পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।
১৭ জানুয়ারী শুক্রবার বাদ আছর শিশু সাফওয়ানের লাশের জানাজা ও দাফন শেষে বিক্ষুব্ধ জনতা ও গ্রামবাসী মিলে সাফওয়ান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী লোকমান হোসেন চৌকিদার ওরফে চৌধুরী ও মাদক স¤্রাটখ্যাত সরিকল ইউপির ৯নং ওয়ার্ড এর সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুজাহার চৌকিদারের বাড়িতে আগুন দেয়।