2:55 pm , February 3, 2025

পরিবর্তন ডেস্ক ॥ আবহমান কাল থেকে বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূজা করে আসছেন। এ বছরেও এর ব্যাতিক্রম হয়নি। ধর্মীয় রীতি মেনে সারাদেশের ন্যায় বরিশাল নগরীতে গতকাল সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। ব্যক্তিগত পর্যায়, মন্দির-সেবাশ্রম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ধুমধামে পূজার আয়োজনে ভক্ত-পুণ্যার্থীর ঢল নামে।মন্দিরে মন্দিরে অঞ্জলী ও প্রসাদ বিতরণ ছাড়াও বিদ্যা ও জ্ঞানের জন্য দেবীর প্রার্থনায় মিলিত হন পুণ্যার্থীরা।সকালে থেকেই তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেনী পেশার ভক্ত ও পুণ্যার্থীরা অঞ্জলী নিতে চলে আসেন ম-পে ম-পে। এসময় তারা দেবীর কাছে প্রার্থনায় মিলিত হন।এদিকে গতকাল সকালে নানা আনুষ্ঠানিকতায় বরিশাল নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে পূজা অনুষ্ঠিত হয়। কলেজের ২২টি ডিপার্টমেন্টের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়।এ সময় শিক্ষার্থীরা দেশ জাতি ও তাদের শিক্ষাজীবনের উন্নয়নের জন্য প্রার্থনা করেন। তারা জানান, প্রতি বছরের মতো আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়েছে।বিএম কলেজ ছাড়াও অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি বরিশাল কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক-উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা।সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থী তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়। পুরোটা বছর যেনো তারা নির্বিঘেœ এবং মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা দেবীর কাছে।