শ্রীপুরে ব্যবসায়ীর বিপুল সংখ্যক ফলজ ও বনজ গাছ কেটে নিয়েছে সন্ত্রাসীরা শ্রীপুরে ব্যবসায়ীর বিপুল সংখ্যক ফলজ ও বনজ গাছ কেটে নিয়েছে সন্ত্রাসীরা - ajkerparibartan.com
শ্রীপুরে ব্যবসায়ীর বিপুল সংখ্যক ফলজ ও বনজ গাছ কেটে নিয়েছে সন্ত্রাসীরা

4:55 pm , February 2, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার নদীবেষ্টিত উপজেলা মেহেন্দীগঞ্জের শ্রীপুরের চরফেনুয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান নবিন। বরিশাল সদর উপজেলার সাহেবের হাট থানার কাছে রায়পুরা মৌজায় নিজ নামে প্রায় চার একর জমি ক্রয় করে মাটি ভরাট করে মুরগীর খামার করার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। এতে কুনজর পড়ে দুষ্কৃতিকারীদের। এরপর থেকে বিভিন্ন সময় নানা ধরনের হুমকি-ধামকি এবং ক্ষতিসাধনের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেন কামরুজ্জামান।  এ ঘটনার অধিকতর সুষ্ঠু তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়ার জন্য বরিশালের বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ দিয়েছেন নবীন। এতে তিনি উল্লেখ করেন- ব্যবসার কাজে অধিকাংশ সময় তাকে ঢাকায় অবস্থান করতে হয়। এ সুযোগে কামরুজ্জামান নবীনের জমিতে থাকা বিপুল সংখ্যক ফলজ ও বনজ গাছ গত ২৬ ডিসেম্বর  নির্বিচারে কেটে নিয়ে যায় ইউনুস, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী মিন্টু বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT