কাউখালীর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আশোয়া গ্রাম ! কাউখালীর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আশোয়া গ্রাম ! - ajkerparibartan.com
কাউখালীর মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আশোয়া গ্রাম !

4:58 pm , February 1, 2025

নদী ভাঙ্গন

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিবেদক ॥ সন্ধ্যা ও গাবখান নদীর কড়াল গ্রাস কেড়ে নিয়েছে কাউখালী উপজেলার  আমড়াজুড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশোয়া গ্রামের অধিকাংশ ঘর বাড়ি। স্থানীয় ইউপি সদস্য আলামিন হোসেন বলেন, একযুগ আগেও এ গ্রামে ৩ হাজার খানা ছিলো।   ভাঙতে ভাঙতে এখন খানার সংখ্যা ১২শ তে এসেছে দাঁড়িয়েছে। সন্ধ্যা ও গাবখান কেড়ে নিয়েছে বেশ কিছু মসজিদ, মক্তব, সরকারি প্রাথমিক বিদ্যালয়, এলাকার বৃহৎ খেলার মাঠসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব ভাঙনকবলিত এলাকার লোকজন যারা অবস্থা সম্পন্ন তারা অন্যত্র বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছেন। আর যারা গরীব শ্রেণি তারা যাযাবরের মত জীবনযাপন করছেন। কেউ কেউ আবার সরকারিভাবে সরকারের আবাসনে ঠাঁই পেয়েছেন। আশোয়া গ্রামের ভাঙনে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবি হানিফ, রুস্তুম, মোজাম্মেল শরীফ, আবুল বাশারসহ অনেকেই ঘরবাড়ী হারিয়ে পথে পথে ঘুরছেন। নারী ইউপি সদস্য আকলিমা বেগম বলেন, ভাঙনের ঝুঁকিতে বর্তমানে প্রায় শতাধিক পরিবার রয়েছে। তাদেরকে দ্রুত সরিয়ে না নিলে তারাও জমি-জমা, বাড়ি-ঘর হারিয়ে নি:স্ব হয়ে যাবে। ভাঙন রোধকল্পে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, নদী ভাঙন এলাকাগুলো চিহিৃত করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT