আশ্রয়ন প্রকল্পের ঘরের মালামাল চুরি ॥ ট্রলার সহ মাঝি আটক আশ্রয়ন প্রকল্পের ঘরের মালামাল চুরি ॥ ট্রলার সহ মাঝি আটক - ajkerparibartan.com
আশ্রয়ন প্রকল্পের ঘরের মালামাল চুরি ॥ ট্রলার সহ মাঝি আটক

4:03 pm , January 30, 2025

চরফ্যাসন প্রতিবেদক ॥ ভোলার চরফ্যাসনে আশ্রয়ন প্রকল্পের ঘর ভেঙ্গে মালামাল চুরির অভিযোগ  উঠেছে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন রাজুসহ তার লোকজনের বিরুদ্ধে। রাতের আধারে ট্রলারযোগে বিক্রির জন্য মালামাল নিয়ে যাওয়ার সময় ট্রলারের মাঝি নুরুন্নবীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃত ট্রলার মাঝি নুরুন্নবী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মজিবর গাজীর ছেলে। বুধবার রাতে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামের আশ্রয়ন প্রকল্পে এ ঘটনা ঘটে। আশ্রয়নের ঘর ভেঙ্গে মালামাল চুরির ঘটনায় বৃহস্পতিবার বিকালে জাহানপুর ইউনিয়নের তহশিলদার আবুল কাশেম  বাদী হয়ে শশীভূষণ থানায় একটি মামলা করেছেন। মামলা সূত্রে জানাগেছে, শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের চর হাসিনা গ্রামের গৃহহীনদের জন্য ঘর বরাদ্দ দেয়া হয়। ওই ঘর জরাজীর্ণ হয়ে পড়ায় সেখানের অনেক বাসীন্দা অন্যত্র চলে যায়। এ সুযোগে জাহানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন রাজ ও তার চাচা নাসির মাঝিসহ ১০/১২ জনের একটি চক্র  রাতের আধারে ওই ঘর ভেঙ্গে লোহার এ্যাঙ্গেল ও টিন বিক্রির জন্য ট্রলারে ভর্তি করে। খবর পেয়ে স্থানীয়রা ছাত্রদল নেতা মামুনসহ অন্যান্যদের আটকের চেষ্টা করে। এ সময় মাঝি নুরুন্নবী ছাড়া সবাই পালিয়ে যেতে সক্ষম হয়।  অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মামুন রাজ বলেন, কে বা কারা আশ্রয়নের ঘর ভেঙ্গে নিয়ে যাচ্ছে এমন খবর শুনে আমি ঘটনাস্থলে যাই।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, আশ্রয়নের ঘর ভেঙ্গে মালামাল চুরির অভিযোগে একটি মামলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT