যেকোনো দুর্যোগে সবার আগে গণমানুষের পাশে দাঁড়ায় জামায়াত : এ্যাড. হেলাল যেকোনো দুর্যোগে সবার আগে গণমানুষের পাশে দাঁড়ায় জামায়াত : এ্যাড. হেলাল - ajkerparibartan.com
যেকোনো দুর্যোগে সবার আগে গণমানুষের পাশে দাঁড়ায় জামায়াত : এ্যাড. হেলাল

3:57 pm , January 30, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বন্যাসহ দেশের যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী সবার আগে গণমানুষের পাশে দাঁড়ায়। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার কুন্দিয়ালপাড়ায় তার নিজ বাড়িতে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির ,সদর উপজেলার নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী ও উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল কালাম।
প্রথান অতিথি আরো বলেন, জামায়াতে ইসলামী সুখ দু:খে সব সময় গণমানুষের পাশে থাকে। জামায়াতে ইসলামীর ২ জন মন্ত্রী ছিলো তারা গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কখনো এক টাকার দুর্নীতির অভিযোগ ওঠেনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হওয়ার অনেক নজির রয়েছে কিন্তু এদেশের হিন্দু ভাইয়েরাও বলেন জামায়াত আমাদের আশ্রয়স্থল। জামায়াতে ইসলামী রাসুল (সা:) এর প্রতিষ্ঠিত সোনালী সমাজের মত আমিরে জামায়াত শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলবো যেখানে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস থাকবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT