হত্যা চেষ্টার মামলায় অব্যাহতি পেলেন ববির ছাত্রলীগের ১০ শিক্ষার্থী হত্যা চেষ্টার মামলায় অব্যাহতি পেলেন ববির ছাত্রলীগের ১০ শিক্ষার্থী - ajkerparibartan.com
হত্যা চেষ্টার মামলায় অব্যাহতি পেলেন ববির ছাত্রলীগের ১০ শিক্ষার্থী

3:55 pm , January 30, 2025

মো: জিয়াউদ্দিন বাবু ॥ চাঁদার দাবিতে হত্যার উদ্দেশ্যে জখমের মামলার চার্জ গঠনের দিনে অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন নাজনীন তাদের খালাস দেন বলে বেঞ্চ সহকারী   চার্চিল জানিয়েছেন। তিনি জানান, চার্জ গঠনের দিন মামলার আসামীদের বিচারক অব্যাহতি দিয়েছেন। অব্যাহতি প্রাপ্তরা হলেন : বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মুয়িদুর রহমান বাকী (২৮), একই বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান রনি (২৮), একই বিভাগের ২০১২-১৩ বর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম সালেহী (৩৩), ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন বিপ্লব (২৬), একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী  আসিফ বিল্লাহ (২৪), লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান আদনান (২৪), মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আয়াত উল্লাহ (২৩), একই বিভাগ ও বর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন (২৬), বাংলা বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন জিহাদ (২৫) এবং কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী শওকত হোসেন (২৩)। সকলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মী বলে জানিয়েছেন তাদের পক্ষের আইনজীবী অমিত হাসান রক্তিম।
বাদী ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আল সামাদ শান্তও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অপর পক্ষের নেতা বলে জানান আইনজীবী।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, ২০২৩ সালের ৫ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের এক পক্ষের উপর অপর পক্ষ হামলা করে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র এবং জিআই পাইপ নিয়ে এক পক্ষ অপর পক্ষের ৪ শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় ১৭ আগষ্ট এক শিক্ষার্থী বাদী হয়ে নামধারী ১৫জনসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামী করে মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস নাগ ১০ জনকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক চার্জ গঠনের সময় সকলকে অব্যাহতি দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT