হিজলায় জাটকা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান হিজলায় জাটকা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান - ajkerparibartan.com
হিজলায় জাটকা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান

3:48 pm , January 29, 2025

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় জাটকা ইলিশ রক্ষা ও অবৈধ কারেন্টজাল বন্ধে বিশেষ কম্বিং অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনার শাখা নদীর বাউশিয়া অংশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ৬ জেলে আটক  এবং প্রায় ৮০ কেজি জাটকা ইলিশ  জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদেক আটক ৬ জনকে ১৫ হাজার টাকা অর্থদন্ড এবং মাছ এতিম খানায় বিতরণের নির্দেশ দেন।
উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক,হিজলা নৌ-পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান,হিজলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জামাল মুন্সি।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, মেঘনা নদীতে অবৈধ জাটকা ইলিশ ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করি। এদের মধ্যে ৬ জনকে জরিমানা ও ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং ২ জনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT