4:54 pm , January 28, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে সরকারি বিএম কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দুপুরে বিএম কলেজের অনার্সের এক নারী শিক্ষার্থী ভান্ডারিয়া থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিলো। সে শিক্ষার্থী হওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস হেল্পার তার সাথে তর্কাতর্কিতে জড়ায় এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়। পরে বিষয়টি বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মিমাংসা করতে রূপাতলী আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৮ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে।
এ বিষয়ে বাস শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। এই অবস্থায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। এদিকে অবরোধের কারণে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-বরিশাল-ঝালকাঠি রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রদের সাথে বাস মালিক সমিতির বৈঠক চলছিলো। বিএম কলেজের শিক্ষার্থীদের দাবী নারী শিক্ষার্থীকে হেনস্তার সাথে জড়িত বাস কর্মচারীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার, আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ, আইডি কার্ড প্রদর্শনে বাধ্যতামূলক হাফ পাশ বাস্তবায়ন না হলে তারা অবরোধ তুলে নিবে না।