মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ - ajkerparibartan.com
মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ সমাবেশ

3:58 pm , January 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকায় ছয় দফা দাবীতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই সমাবেশ হয়। এসময় ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণসহ শিক্ষকদের ৬ দফা দাবী মেনে নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। ববি শিক্ষার্থী জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা দেন, ভূমিকা সরকার, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম শাহেদ, সিরাজুল ইসলাম, রাকিব আহমেদ প্রমুখ। ববি শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, যৌক্তিক দাবি আদায়ের কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। সেই অধিকার থেকেই শিক্ষকরা সরকারের কাছে তাদের দাবি জানিয়েছিল। কিন্তু পুলিশ আন্দোলনরত শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। যা জনগণের সঙ্গে স্বৈরাচারি আচরণ। তাই অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্যদিয়ে দিয়ে দাবী আদায় করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত: গত রোববার দুপুরে ঢাকার শাহাবাগে চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবীতে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশের লাঠিপেটায় ছয় শিক্ষক আহত হন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT