3:54 pm , January 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় গৃহবধু শাহিনুর আক্তার কে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এ রায় প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সরকারি তুহিন মোল্লা। নগরীর বিসিক এলাকার অধিবাসী ব্যবসায়ী হেলাল বেপারী মামলায় উল্লেখ করেন-২০২৩ সালের ১৬ই জানুয়ারি বাদির স্ত্রী কাকলিকে সিজার অপারেশন করানোর জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৩ সালের ১৭ জুলাই বাদির স্ত্রী কাকলি বেগম একটি পুত্র সন্তান জন্ম দেন। ১৮ জুলাই বাদির বোন টয়লেটে যায়। এসময় শিশুটিকে স্ত্রীর কাছে রেখে যায়। বাদির স্ত্রী ঘুমিয়ে পড়লে আসামি শিশুকে চুরি করে নিয়ে যায়। ওই দিনই নগরের আমানতগঞ্জ থেকে শিশুসহ শাহিনুর কে পুলিশ উদ্ধার করে। ১৮ জুলাই মোহাম্মদ বেলাল বেপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০২৩ সালের ২৪ জুলাই মামলার চার্জশীট দেন কোতয়ালি মডেল থানার এসআই লোকমান হোসেন। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে চরমোনাই ইউনিয়নের চরহোগলা এলাকার বাসীন্দা শাহিনুর আক্তারকে অভিযুক্ত করে। রায় ঘোষণার সময় আসামী আদালতে হাজির ছিলেন।