আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নগর পরিচ্ছন্নতায় শ্রমিকরা আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নগর পরিচ্ছন্নতায় শ্রমিকরা - ajkerparibartan.com
আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নগর পরিচ্ছন্নতায় শ্রমিকরা

3:53 pm , January 27, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদসহ তিনদফা দাবীতে পালন করা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে।  সেইসাথে সকল পরিচ্ছন্নতা কর্মীকে কাজে যোগ দিয়ে বন্ধ থাকা নগর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য আহবান জানানো হয়। সোমবার বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশন এর প্রশাসক রায়হান কাওসার স্যারের সাথে আমাদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। সেখানে তিনি সকল দাবি দাওয়া মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। যার প্রেক্ষিতে রোববার থেকে শুরু হওয়া কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের তিনটি দাবির মধ্যে ছাটাইকৃত ১৬০ জন শ্রমিককে চাকরিতে পুনর্বহালের বিষয়টি ছিলো। তবে এটি সম্ভব না হলেও ১৬০ জন শ্রমিকের মধ্যে যাদের ছেলে সন্তান রয়েছে তাদের চাকরির ব্যবস্থা সিটি করপোরেশনই করবে বলে নিশ্চয়তা দেয়া হয়েছে। আর যাদের ছেলে সন্তান নেই তাদের জন্য নির্ধারিত পরিমানে আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে টাকার পরিমান ৩০ জানুয়ারির মধ্যে জানিয়ে দেয়া হবে। তিনি বলেন, সিটি করপোরেশনে কর্মরত সকল শ্রমিককে শ্রম আইন অনুযায়ী স্থায়ীকরণ করা, সবাইকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক দেয়া এবং বেতন বৈষম্য নিরসন করে প্রাপ্য সকল ভাতা পরিশোধেরও আশ্বাস দেয়া হয়। এর ফলে শ্রমিকরা সোমবার বেলা সাড়ে ৩টায় তাদের কর্মসূচি পত্যাহার করে নিয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক সেলিম জোমাদ্দার বলেন, আমরা শ্রমিকদের বলেছি নাগরিকদের ভোগান্তি লাঘবে আজকের মধ্যে সকল ময়লা অপসারণ করে শহরকে পরিষ্কার করতে। প্রয়োজনে ৮ ঘন্টার স্থলে ১০ ঘন্টা কাজ করতে বলা হয়েছে। সকল শ্রমিকরা এতে রাজি আছেন। গতকাল একদিন শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় আজ যে ভোগান্তি হয়েছে আশাকরি তা আগামীকাল থাকবে না। উল্লেখ্য, তিনদফা দাবিতে রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টায়  বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে কর্মবিরতি পালন করা হয়। এসময় কিছু শ্রমিক তাদের দাবি বাস্তবায়নে প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাতে যান। তবে সেখানে যাওয়ার পর ছাটাইকৃত শ্রমিকদের বিষয়ে কিছু করার নেই বলে অবগত করেন কর্মকর্তারা। এরপর বেলা ১২টায় দাবী আদায়ের লক্ষ্যে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার আগে আন্দোলন স্থগিত করা হয়। এরপর সোমবার সকালে তিনদফা দাবীতে কর্মবিরতি পালনসহ নগর ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT