কাউখালীতে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার কাউখালীতে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার - ajkerparibartan.com
কাউখালীতে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

3:50 pm , January 26, 2025

কাউখালী প্রতিবেদক ॥ উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে প্রায় দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর নৌ-পুলিশের সহায়তায় সন্ধ্যা ও কচা নদীতে অভিযান পরিচালনা করে ১৫ হাজার মিটার কারেন্ট জাল, একটি বাধা জাল, একটি বেড় জালসহ প্রায় দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ-পুলিশের একটি টিম। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT