4:30 pm , January 25, 2025

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড়জালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণচেষ্টাকারী হোসেন দেওয়ান ৫ সন্তানের জনক।
সকালে এ খবর ছড়িয়ে পড়লে হোসেন কে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ।
জানাগেছে, শিশুটির বাবা নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে রাত ৩ টার দিকে কৌশলে দরজা খুলে লম্পট শিশুটিকে ধর্ষণচেষ্টা করে। মেয়ে ডাক-চিৎকার দিলে সে পালিয়ে যায়।