4:09 pm , January 24, 2025

৬ পদের বিপরীতে রয়েছেন ২ জন ॥ নতুন পদায়নকৃতদের যোগদানে অনীহা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশে উপ পুলিশ কমিশনার পদে সংকট তৈরী হয়েছে। ৬টি পদের বিপরীতে কর্মরত ছিলো মাত্র ৩ জন। এদের মধ্য থেকে গত ২১ জানুয়ারী একজনকে বদলী করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে গত ১৩ জনুয়ারী এক প্রজ্ঞাপনে ৪ জনকে বরিশাল মেট্রোপলিটনের উপ পুলিশ কমিশনার হিসাবে বদলী করা হয়েছে। কিন্তু তারা এখন পর্যন্ত যোগদান করেননি। সংকটের বিষয়টি স্বীকার করেছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম নিজেই। তিনি বলেন, ৬ জনের স্থলে ২ জন থাকলে সেটা অবশ্যই চরম সংকট। নতুনভাবে পদায়নকৃতদের সাথে যোগাযোগ করা হয়েছে। আশা করছি নতুন যাদের পদায়ন করা হয়েছে তারা খুব শীঘ্রই যোগদান করবেন। তাহলেই সংকট কেটে যাবে। তবে বিএমপির একটি সূত্র জানিয়েছে নতুন যাদের পদায়ন করা হয়েছে তারা বরিশালে যোগদানে অহীনা প্রকাশ করে আদেশ বাতিলের জন্য তদ্বির করছেন।
উপ পুলিশ কমিশনান পদ রয়েছে ৬ টি। কিন্তু ৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে এই পদগুলোতে সংকট তৈরী হয়। ৫ আগস্টের পর বদলী হন উপ পুলিশ কমিনার নজরুল ইসলাম, তানভীর আরাফাত। সর্বশেষ ২১ জানুয়ারী উপ পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঞা কে সাতক্ষীরা বদলী করা হয়। এখন উপ পুলিশ কমিশনার রয়েছেন মাত্র ২ জন। এদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত উপ পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হেসেন মজুমদার যে কোন সময় বদলী হতে পারেন।
প্রসঙ্গত গত ১৩ জানুয়ারী পুলিশ সুপার হিসাবে পদোন্নতিপ্রাপ্ত লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক,খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার,ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন এবং টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিনকে বিএমপিতে উপ পুলিশ কমিশনার হিসাবে বদলী করা হয়।