4:08 pm , January 24, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগরের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব শাহিন তালুকদার এর পিতা সাবেক উজিরপুর উপজেলার চেয়ারম্যান, বরিশাল জেলা জাতীয় পার্টির নেতা, বাজার রোডের বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক তালুকদার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল এবং বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড: মীর জাহিদুল কবির জাহিদ। তারা মরহুমের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করেন।