3:55 pm , January 24, 2025

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় মাল বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশার চালক মো. নূর ইসলাম নামে ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাকলাইয়ের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলকাচিয়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে চালক নূর ইসলাম লালমোহন থেকে কুঞ্জেরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে লালমোহন উপজেলার বাকলাইয়ের দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক নূর ইসলামকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।